নিউজ ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, হালুয়াঘাট থেকে ময়মনসিংহগামী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১১ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে এক নারী যাত্রীর মৃত্যু হয়। তার নাম-পরিচয় জানা যায়নি।
Be the first to comment on "ময়মনসিংহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১"