নিউজ ডেস্ক : ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর একটি ইউ-টু গোয়েন্দা বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত ও অপরজন আহত হয়েছেন। এক প্রশিক্ষণ মিশনে থাকা বিমানটি মঙ্গলবার সকালে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ক্যালিফোর্নিয়ার সুতের কাউন্টির একটি বসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের দুই পাইলট স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে বিমান থেকে বের হতে পারলেও শোচনীয় পরিণতি এড়াতে পারেননি। বিধ্বস্তের কারণ তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে এ বিষয়ে আর কিছু বলেনি বাহিনীটি। এক ইঞ্জিন বিশিষ্ট ইউ-টু গোয়েন্দা বিমান লকহিড মার্টিন কর্পোরেশনের তৈরি।
যুক্তরাষ্ট্রে গোয়েন্দা বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

Be the first to comment on "যুক্তরাষ্ট্রে গোয়েন্দা বিমান বিধ্বস্ত, পাইলট নিহত"