শিরোনাম

রাজধানীতে পিকআপ উল্টে ১০ জন আহত

নিউজ ডেস্ক : রাজধানীর শাহবাগে পিকআপ উল্টে ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) শাহবাগ থানার ওসি আবুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শাহবাগে পিকআপটি উল্টে গেলে পিকআপে থাকা ১০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। নিয়ন্ত্রণ হারিয়ে নাকি অন্য কোনো কারণে পিকআপটি উল্টে গেছে-বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে তিনি জানান।
আহতরা হলেন-রোকন (২৫), রহিম (২০), মিঠুন (৩৭), সুমন (২৮), ফজলু (২২), খোকন (২৫), রোমান (২১), হারুন (৫০), নারায়ণ (৪৫) ও আরেকজনের পরিচয় জানা যায়নি।
আহতরা জানান, রাজধানীর শনি আখড়া থেকে একটি পিকআপ ভাড়া করে কিছু মালামাল নিয়ে সিরাজগঞ্জ যাওয়ার সময় শাহবাগে পিকআপটি উল্টে যায়। তারা জানান, একটি বাস পিকআপটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে ফজলু, রোমান ও খোকনের অবস্থা গুরুতর।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "রাজধানীতে পিকআপ উল্টে ১০ জন আহত"

Leave a comment

Your email address will not be published.


*