নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকায় পারিবারিক জটিলতায় শাশুড়িসহ দুজনকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। সন্তানদের পেয়ে জীবন নামে ওই ব্যক্তি সোমবার দুপুরে এই হত্যাকাণ্ড ঘটান বলে পুলিশ জানিয়েছেন।
নিহতরা হলেন রাশেদা বেগম (৬০) এবং তার নাতনী বর্ণা আকতার (২২)। ইসলামবাগ এলাকায় তাদের বাড়ি। রাশেদার জামাতা জীবনকে পুলিশ খুঁজছে বলে জানান চকবাজার থানার ওসি শামীমুর রশীদ তালুকদার। এক ছেলে ও এক মেয়ে রেখে জীবনের স্ত্রী বেশ কিছুদিন আগে মারা যান। এরপর শিশু দুটি তাদের নানীর কাছেই থাকত।
জীবন সন্তানদের নিজের কাছে নিতে চাইলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত নানীর পক্ষে রায় দিলেও জীবন শাশুড়ির কাছ থেকে সন্তানদের নেওয়ার চেষ্টা করছিলেন বলে জানায় পুলিশ।
শামীমুর রশীদ বলেন, “দুপুর ২টার দিকে রাশেদা বেগমের বাসায় ঢুকে জীবন সন্তানদের চান। রাশেদা দিতে অস্বীকার করলে বাসায় থাকা ধারাল অস্ত্র নিয়ে এলাপাতাড়ি কোপাতে থাকে জীবন। এসময় নাতনী বর্ণা ও তার খালা সীমা এগিয়ে আসলে তাদেরও কোপায়।”
রাশেদা ঘটনাস্থলেই মারা যান। অন্য দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, বর্ণাও মারা গেছেন।
ঘটনার পরপরই জীবন পালিয়ে যান জানিয়ে ওসি বলেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Be the first to comment on "রাজধানীর ইসলামবাগে শাশুড়িসহ দুজনকে হত্যা"