নিউজ ডেস্ক : কোপা দেল রের শেষ বত্রিশ দলের প্রথম লেগে আলভারো মোরাতা ও মার্কো আসেনসিওর নৈপুণ্যে তৃতীয় সারির দল কুলতুরাল লিওনেসার জালে গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ৭-১ গোলের বড় জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
মোরাতা ও আসেনসিও দুটি করে গোল করেন, একটি করে গোল করেন নাচো ফের্নান্দেস ও মারিয়ানো ডিয়াস। অন্যটি আত্মঘাতী। লিওনেসার পক্ষে একমাত্র গোলদাতা মার্তিনেস।
Be the first to comment on "রিয়ালের গোল উৎসব"