নিউজ ডেস্ক : রোলাঁ গারোর আগে ক্লে-কোর্টে দুরন্ত ‘জোকার’। রোম মাস্টার্সের সেমিফাইনালে পৌঁছলেন নোভাক জকোভিচ। শনিবার কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনার মার্টিন দেল পোত্রকে স্ট্রেট সেটে (৬-১,৬-৪) হারিয়ে শেষ চারে জায়গা করে নেন দ্বিতীয় বাছাই জকোভিচ।
সেমিফাইনালে জোকারের সামনে ডোমিনিক থিয়েম। যিনি কোয়ার্টার ফাইনালে লাল সুড়কির সম্রাট রাফায়েল নাদালকে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন। জকোভিচ- দেল পোত্রর ম্যাচ এদিন বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। সে সময় দ্বিতীয় সেটে ২-১ এগিয়ে ছিলেন পোত্র। কিন্তু তার পর ম্যাচ শুরু হলে ৬-৪ সেট ও ম্যাচ জিতে নেয় জোকার। প্রথম সেমিফাইনালে মুখোমুখি আলেকজান্ডার জেভরেভ ও জন ইসনার।
Be the first to comment on "রোম মাস্টার্সের সেমিফাইনালে নোভাক জকোভিচ"