শিরোনাম

রোমে প্রথমবারের মতো নারী মেয়র নির্বাচিত

নিউজ  ডেস্ক : ইতালির রাজধানী রোমে আজ রবিবার মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে। ভোটাররা প্রথম নারী মেয়র হিসেবে ভার্জিনিয়া র‌্যাগিকে নির্বাচন করবে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।  ৩৭ বছর বয়সী আইনজীবী ও স্থানীয় কাউন্সিলর র‌্যাগি মাত্র কয়েক মাসের নির্বাচনী প্রচারণাতেই সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদে পরিণত হয়েছেন। কয়েক মাস আগেও তাকে কেউ তেমন চিনত না। অসাধারণ সুন্দরী এই রাজনীতিবিদ জনপ্রিয় ফাইভ স্টার মুভমেন্ট (এম৫এস) এর উদীয়মান তারকা। প্রতিষ্ঠান বিরোধী দলটিকে কমেডিয়ান বেপে গ্রিলো গঠন করেন।

দলটি প্রধানমন্ত্রী ম্যাটিও রেঞ্জির মধ্যবাম ডেমোক্রেটিক পার্টির (পিডি) নেতৃত্বাধীন জোটের বিরোধী দলের প্রধান অংশীদার হিসেবে আর্বিভূত হয়েছে।

২০০৯ সালে গঠিত হওয়া এম৫এস’র একজন নেত্রীর রোমের মেয়র নির্বাচিত হওয়াটা হবে দলটির জন্য এক অসামান্য পুরস্কার।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "রোমে প্রথমবারের মতো নারী মেয়র নির্বাচিত"

Leave a comment

Your email address will not be published.


*