শিরোনাম

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে লোহাগড়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

নিউজ ডেস্ক॥ ধর্ম যার যার রাস্ট্র সবার, রোহিঙ্গাদের রক্ষা করো, সংখ্যালঘুদের বাঁচাও” এ শে¬াগানকে সামনে রেখে রোহিঙ্গাদের হত্যা নির্যাতনের প্রতিবাদে লোহাগড়ায় সংখ্যালঘু সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে শ্রী হরিচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ ও হরি গুরুচাঁদ মিশন ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নলদী ইউনিয়ন শাখার আয়োজনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় । সোমবার সকাল ১০টায় নলদী ও লাহুড়িয়ার মিলন কেন্দ্রে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন হরিচাঁদ পরিষদের নড়াইল জেলা সভাপতি ও মতুয়া মিশনের কেন্দ্রীয় নির্বাহী নেতৃত্ব শ্রী পরশ মনি বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিল নলদী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্ঠা শৈলেন্দ্রনাথ সাহা, শিক্ষক জামাল উদ্দিন, আসাদুজ্জামান, সুকান্ত বিশ্বাস, হরিচাঁদ পরিষদ ও মিশনের সদস্যসহ, স্থানীয়রা। মানববন্ধনে সভাপতির বক্তব্যে বলেন মায়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে ধরণের নির্মম অত্যাচার ও নির্যাতন চালানো হচ্ছে তা মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর থেকে এ নির্যাতন বন্ধ করতে হবে। এ ধরনের নির্যাতনে প্রতিটি দেশের মানবাধিকারকে কলংকিত করা হচ্ছে। অবিলম্বে নির্যাতন বন্ধ করার আহব্বান জানান ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে লোহাগড়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন"

Leave a comment

Your email address will not be published.


*