নিজস্ব প্রতিবেদক : ব্রিটিশ হাউস অব লর্ডসে বাংলাদেশ প্রসঙ্গে এক আলোচনা সভায় যোগ দিতে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল লন্ডন গেছে। শনিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১৯ জুলাই এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
হাউস অব লর্ডসে আলোচনা সভায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার, গণতন্ত্র ও সাম্প্রতিক জঙ্গিহামলাসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরে দলের অবস্থান ব্যাখ্যা করবে বিএনপি প্রতিনিধি দল । ব্রিটিশ হাউস অব লর্ডসে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা সভায় যোগ দিতে পাঁচ সদস্যের বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবিহউদ্দিন আহমেদ, দলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা।
Be the first to comment on "লন্ডন গেছে বিএনপির প্রতিনিধি দল"