নিউজ ডেস্ক॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ধাওয়াও শিকার হয়েছেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর যৌথ প্যানেল থেকে ভিপি (সহ-সভাপতি) প্রার্থী লিটন নন্দী। মহসীন হলের ভোট গ্রহণ দেখতে যান লিটন নন্দী। সেখানে ভোটারদের দীর্ঘ লাইন দেখেন। এরপর লাইনের ধীরগতি দেখে প্রোভোস্টের সঙ্গে কথা বলতে যান। এসময় সেখানে ধাওয়ার শিকার হন তিনি।
এক প্রশ্নের জবাবে লিটন নন্দী বলেন, নির্বাচনে থাকবো কিনা তা সিদ্ধান্ত নেয়া হয়নি। কিছুসময় পরে আমরা সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানাবো।
Be the first to comment on "লিটন নন্দীকে ধাওয়া"