নিউজ ডেস্ক : লিবিয়ার বেনগাজি নগরীতে শুক্রবার রাতে এক গাড়ি বোমা বিস্ফোরণে ৪ বেসামরিক লোক নিহত ও আরও ১৪ জন আহত হয়েছে। হাসপাতালের এক কর্মকর্তা একথা বলেন।
আল-জালা হাসপাতালের প্রবেশপথে গাড়িটি দাঁড়িয়ে ছিল। এটি শহরের অন্যতম বৃহৎ হাসপাতাল। এখানে ইসলামিক স্টেট জিহাদিসহ বিভিন্ন সশস্ত্র সংগঠনের আহত যোদ্ধাদের চিকিৎসা করা হয়।
হাসপাতালের গণমাধ্যম বিভাগের প্রধান ফাদিয়া বেরঘাতি বার্তা সংস্থা এএফপি-কে বলেন, ‘হাসপাতালের প্রবেশপথে গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়। এতে ৪ বেসামরিক লোক নিহত ও আরও ১৪ জন আহত হয়েছে।
বেনগাজির এক সামরিক সূত্র জানায়, হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির নিচে পেতে রাখা বোমা বিস্ফোরণে এই ঘটনা ঘটে। কোনো গোষ্ঠী বা সংগঠন এই ঘটনার দায়িত্ব স্বীকার করেনি।
দুই বছর ধরে পূর্বাঞ্চলীয় এই নগরীতে জেনারেল খালিফা হাফতারের অনুগত সৈন্যদের সঙ্গে আইএস ও আনসার আল শারির জঙ্গিদের সংঘর্ষে চলছে। আনসার আলশরিয়া আল-কায়দার ঘনিষ্ঠ।
Be the first to comment on "লিবিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৪"