শিরোনাম

লোহাগড়ায় ছাত্রলীগের ছোড়া গুলিতে বিএনপিসহ আহত-৩

লোহাগড়ায় ছাত্রলীগের ছোড়া গুলিতে বিএনপিসহ আহত-৩

রাজন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের মোচড়া গ্রামের হাবিবুর (হবি) মাস্টারের বাড়ির পাশে এবং মিজানের চায়ের দোকানের সামনে রোববার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে পাওনা টাকার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে গ্রাম্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তজেনা সৃষ্টি হয়। উত্তেজনার মধ্যে মোচড়া গ্রামের জলিল মিয়ার ছেলে, নয়ন ও একই গ্রামের শাওন পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে ২টি শটগান এনে এলোপাতাড়ি গুলিবর্ষন করে। এ ঘটনায় গুলিবিদ্ধ হন লোহাগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিঠুন শিকদার, লোহাগড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়ন শিকদার ও ছুটিজনিত বাড়িতে আসা বিজিবি সদস্য ও চরকরফা গ্রামের মিজান শিকদারের ছেলে সোহাগ শিকদার। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত সোহাগ শিকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় র্কতব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এলাকাবাসি সুত্রে জানা যায় গুলি বর্ষণকারী নয়ন ও শাওন ছাত্রলীগের সদস্য।
লোহাগড়া থানার ওসি (দতন্ত) আব্দুল্লাহ আল মামুন আহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ছাত্রলীগের ছোড়া গুলিতে বিএনপিসহ আহত-৩"

Leave a comment

Your email address will not be published.


*