রাজন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তাররকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুইভাই নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। এ ঘটনায় ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চরমল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের মৃত সামাদ শেখ’র দুই ছেলে মিরান শেখ ও জিয়ারুল শেখ। আহতদের মধ্যে নিহতের ভাই ইরান শেখ’র অবস্থা আশংখাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদ খান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফেরদৌস শেখের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামে কর্মী সংগ্রহ নিয়ে বিরোধ চলে আসছিল। দীর্ঘদিনের পঞ্জিভূত ক্ষোভ দুর করতে উভয় গ্রুপের নেতারা আলাপ আলোচনা মাধ্যমে মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য কবুল মেম্বারের বাড়িতে একটি শান্তি সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিগত ১৫ বছরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা-হামলা ও নির্যাতনে নেতাদের ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ওই সমাবেশস্থল থেকে বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে পৌছে যায় বাহিরে অপেক্ষমান লোকজনের কাছে। এ সময় ওই গ্রামের দক্ষিন পাড়ার কালাম হুজুরের মুদি দোকানের পিছনে অপেক্ষমান পটু খানের ছেলে বাবু খান, ইদ্রিস মৃধার ছেলে হাসান মৃধা, হারুন মৃধার ছেলে হিরণ মৃধা, রাজ্জাক খানের ছেলে জহির খান, দেলোয়ার খান ও পটু খান
, মৃত আতিয়ার খানের ছেলে তৌহিদুল খান ও মফিজ খানের ছেলে আবির খানসহ প্রায় ২০ থেকে ৩০ জন দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে ফেরদৌস গ্রুপের লোকজনের ওপর হামলা করে। শান্তি সমাবেশ মুহুর্তের মধ্যে রুপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এতে ঘটনাস্থলেই নিহত হয় দুইজন। অপর আহত চারজনের চিকিৎসা চলছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা মাহমুদ খানের বাড়িসহ ইকবাল ও কালামের বাড়িঘর আগুন ধরিয়ে সম্পুর্ণ পুড়িয়ে দেয়। আগুনের সংবাদ পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
সংবাদ পেয়ে নড়াইলের পুলিশ সুপার কাজী এহসান কবির ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন। এলাকার পরিস্থিতি পুলিশে নিয়ন্ত্রনে রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া।
লোহাগড়া থানার দায়ীত্বরত ওসি আব্দুল্লাহ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
Be the first to comment on "লোহাগড়ায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে দুইভাই নিহত"