শিরোনাম

লোহাগড়ায় ভাগ্নের লাঠিকাঘাতে মামা খুন

লোহাগড়ায় ভাগ্নের লাঠিকাঘাতে মামা খুন

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রাম মধ্যপাড়ার সিরাজুল মোল্যা (৪৮) তার ভাগ্নের লাঠির আঘাতে নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (৩ জুলাই) রাত ৮টার দিকে তার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। সিরাজুল মোল্যা ওই গ্রামের মৃত মোকাদ্দেস মোল্যার ছেলে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, সিরাজুল মোল্যার ছেলে মহব্বত মোল্যা এলাকায় মাদক বিকিকিনি ও সেবন করে এলাকার এমন একাধিক লোকের নালিশের কারনে তার ফুফাতো ভাই গফফার শেখের ছেলে শান্ত শেখ তাকে শাসন করতে একটি চপেটাঘাত করেন। এতে মহব্বত মোল্যা শান্ত শেখের ওপর ক্ষিপ্ত হয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে শান্তকে লাঠিপেটা করে রক্তাক্ত যখম করে। শান্তর আর্তচিৎকারে তার স্বজনরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে এ বিষয়ে রাত ৮টার দিকে উভয় পরিবারের মধ্যে শোনামেলার এক পর্যায়ে ফের বাকবিতন্ডা ও এলোপাতাড়িভাবে মারপিটের ঘটনা ঘটলে কে বা কাহার লাঠির আঘাতে শান্ত শেখের মামা সিরাজুল মোল্যা গুরুত্বর আহত হন। আহত সিরাজুল মোল্যাকে তার স্বজনরা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নাম না বলার শর্তে সিরাজুল মোল্যার পরিবারের মধ্য বয়সী একজন মহিলা এই প্রতিবেদককে বলেন, মারপিটের সময়ে সিরাজুল মোল্যা ঠেকাতে গেলে তাদের নিজেদের লোকের লাঠির আঘাতে গুরুত্বর আহত ও পরে নিহত হয়েছেন। ওই গ্রামের কোরবান আলীর স্ত্রী নার্গিস আক্তার বলেন, তিনিও এমন ঘটনা শুনেছেন, ওই সময়ে তার স্বামী কোরবান আলী নামাজ পড়তে মসজিদে ছিলেন এবং তার দুটি ছেলে মিম ও জিমকে তিনি রাতের খাবার পরিবেশন করছিলেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা হলে বাকি আসামীদের আটক করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ভাগ্নের লাঠিকাঘাতে মামা খুন"

Leave a comment

Your email address will not be published.


*