বাপ্পী বিশ্বাস, লোহাগড়া (নড়াইল): নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের মৃত আকরাম শিকদারের ছেলে ও মল্লিকপুর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান।
সুত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে দুর্বৃত্তরা তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এসময় তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ঢাকা নেওয়ার পথে রাত ১০টা ৪৫ মিনিটের সময় তিনি মারা যান। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পরিবারের লোকজন জানিয়েছে, লোহাগড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে মহিষাপাড়া গ্রামের ফাঁকা মাঠের মধ্যে কালভার্টের কাছে পৌছালে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
উল্লেখ্য, নিহত শিকদার মোস্তফা কামালের বড় ভাই সিরাজ শিকদারও চেয়ারম্যান থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।
লোহাগড়ায় সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা

Be the first to comment on "লোহাগড়ায় সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা"