সালাউদ্দিন রাজন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৬ষ্ট উপজেলা পরিষদ সাধারন নির্বাচনে লোহাগড়া উপজেলায় মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, প্রাপ্ত বে-সরকারী ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ কে এম ফয়জুল হক রোম, আনারস প্রতিক নিয়ে ৩৯ হাজার ৮’শ ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি শিকদার আব্দুল হান্নান রুনু, হেলিকপ্টার প্রতিক পেয়েছেন ২৬ হাজার ৬’শ ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোস্তফা কামাল লিয়ন, টিউবওয়েল প্রতিক ২৩ হাজার ৮’শ ৭৮ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এফ আর রোমান রায়হান, টিয়াপাখি প্রতিক পেয়েছেন ২১ হাজার ৫’শ ৩৯ ভোট। ভাইস চেয়ারম্যান (মহিলা) ফারহানা ইয়াসমিন ইতি, কলস প্রতিক ৩৬ হাজার ৭’শ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাকলি বেগম, হাঁস প্রতিক পেয়েছেন ২৫ হাজার ১৩ ভোট।
Be the first to comment on "লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলে জয়ী হলেন যারা"