নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির নির্বাচন শনিবার (১৯ মে) সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। বিকেল ৫টায় ফলাফল ঘোষণা করা হয়। ভোটাররা সুশৃংখল ভাবে ভোট প্রদান করেন। নির্বাচনে দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য এবং নারী শিক্ষক প্রতিনিধি সদস্য বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। পদাধিকার বলে সাধারন সম্পাদক হয়েছেন বিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বনাথ চক্রবর্তী, শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন,শেখ আতাউর রহমান (স্কুল শাখা), অনিন্দ কুমার সরকার (কলেজ শাখা) ,অভিভাবক সদস্য আব্দুস সাত্তার মোল্যা-১০৫, ইস্তাক আহম্মেদ-১১৫ ভোট (কলেজ শাখা)। সঞ্জয় কুমার গাঙ্গুলী-৩৯৭, মুস্তাফিজুর রহমান-৩৫৩ ভোট (স্কুল শাখা) এবং সংরক্ষিত নারী সদস্য মোসাঃ রুনা পারভীন ৪৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কলেজ শাখায় মোট ভোটার ২৪২, শিক্ষক ১৪,স্কুল শাখায় ৯১৫, শিক্ষক ১৮ । বিদ্যুতসাহী সদস্য গভর্নিংবডি,এবং স্থানীয় সাংসদ গভর্নিংবডির সহিত আলোচনা সাপেক্ষে সভাপতি নির্বাচন করবেন। নির্বাচনে নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান, লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম ও ইতনা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান টগরসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতা কর্মী ও আইনশৃংখলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
লোহাগড়ার ইতনা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

Be the first to comment on "লোহাগড়ার ইতনা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন"