নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার দক্ষিণ লংকারচর গ্রামের বিল থেকে রোববার (২২অক্টোবর) সন্ধায় অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ লংকারচর গ্রামের মোতালেব মিয়ার বাড়ি সংলগ্ন বিলের ধান ক্ষেতে রোববার সন্ধায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় । খবর পেয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম’র নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন। তার বয়স আনুমানিক ৪০ বছর,পরনে ট্রাউজার ও গায়ে ব্লু রঙের গেঞ্জি এবং মুখে সাদা কালো দাড়ি রয়েছে। প্রত্যেক্ষদর্শিদের ধারনা ৩/৪ দিন আগে মারা গেছেন তিনি। লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম জানান,লাশের ময়না তদন্তের জন্য রোববার রাতে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
লোহাগড়ায় অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

Be the first to comment on "লোহাগড়ায় অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার"