লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ধলইতলা গ্রামে আওয়ামীলীগের দু’পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার সন্ধ্যায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
সরেজমিনে খোজখবর নিয়ে জানা গেছে, লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শাহানারা শামীম (লাকি) সমর্থিত লোকজনের সাথে একই গ্রামের মৃত রয়িজুর রহমান বেবী গাজীর ছেলে ও কোটাকোল ইউনিয়ন পরিষদ মেম্বার গাজী ফারহান আশরাফ রাজিব সমর্থিত লোকজনদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিলো। এর জের ধরে সোমবার (৩রা মে) সন্ধ্যা ৬টার দিকে শাহানারা শামীম লাকি সমর্থিত ধলইতলা গ্রামের জলিল গাজীর ছেলে শাহীন গাজীর নেতৃত্বে একই গ্রামের মৃত চাঁন মিয়া গাজী ছেলে কুটি মিয়া গাজী ও ইমান গাজীর ছেলে হাফিজুর গাজীসহ ৮থেকে ১০ জনের একদল দুর্বৃত্ত মোটর সাইকেল যোগে প্রতিপক্ষ রফেক শেখের বাড়িতে চড়াও হয়। রফেক শেখকে বাড়িতে না পেয়ে শাহীন গাজী এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের মাধ্যমে এলাকায় ভীতি সঞ্চার করে পালিয়ে যায় বলে জানান প্রত্যেক্ষদর্শীরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ৪জনকে গ্রেফতার করলেও পলাতক রয়েছে মুল হোতা।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবর্ষণের বিষয়টি পরিস্কার নয়। তবে তদন্ত চলছে।
Be the first to comment on "লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে গুলিবর্ষণ"