শিরোনাম

লোহাগড়ায় ইয়াবাসহ কানকালা রিপন আটক

লোহাগড়ায় ইয়াবাসহ কানকালা রিপন আটক

রোমান রায়হান,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়ায় ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কানকালা রিপনসহ দু’জন চিন্মিত মাদক ব্যাবসায়ীকে মঙ্গলবার রাতে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ আশিকুর রহমান (ডিবি) নের্তৃত্বে সংগীয় এসআই নয়ন পাটোয়ারী, এএসআই জহিরুল ইসলামসহ নড়াইলের একদল ডিবি পুলিশ অভিযান চালিয়ে, জেলার সদর উপজেলার দক্ষিন নড়াইলের রফিকুল ইসলামের ছেলে জেলার চিন্মিত মাদক ব্যাবসায়ী কানকালা রিপন (২৫) ও ভাদুলিয়া ডাঙ্গা গ্রামের চিন্মিত মাদক ব্যাবসায়ী শরিফুল ইসলামের ছেলে বাপ্পি শাররিয়ার (২৪) কে মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার নলদী ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের অলংকরের বাড়ির পাশের রাস্তার ওপর থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে। সম্প্রতি বাপ্পি শাররিয়ার’র পিতা শরিফুল ইসলাম ও মাতা তাছলিমা বেগম ৭শ পিচ ইয়াবাসহ ধৃতহয়ে কারাভোগ করছেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, দু’জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং বুধবার সকালে জেল হাজতে পাঠানো হবে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ইয়াবাসহ কানকালা রিপন আটক"

Leave a comment

Your email address will not be published.


*