শিরোনাম

লোহাগড়ায় ঈদে ৪৩ হাজার পরিবার পাবে ভিজিএফ নগদ অর্থ সহায়তা

ভিজিএফ নগদ অর্থ

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চালের পরিবর্তে নগদ অর্থ সহায়তা করা হবে। সারাদেশের ন্যায় এবার এ উপজেলায় প্রায় ৪৩ হাজার পরিবারকে ভিজিএফএর অনুকূলে নগদ অর্থ বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র, দুস্থ ও করোনায় কর্মহীন হয়ে ঘরে আটকেপড়া পরিবারের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় ৪২ হাজার ৯’শ ২০পরিবারকে ৪৫০ টাকা করে মোট ১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার টাকা বিতরণ করা হবে। এ কর্মসূচির আওতায় লোহাগড়া পৌরসভায় ১ হাজার ৫’শ ৪০টি পরিবার, নলদী ইউনিয়নে ৪ হাজার ৭’শ টি পরিবার, লাহুড়িয়া ইউনিয়নে ৪ হাজার ৯’শ ৫০টি পরিবার, শালনগর ইউনিয়নে ৩ হাজার ৪’শ ২০টি পরিবার, নোয়াগ্রাম ইউনিয়নে ৩ হাজার ৮’শ ৪০টি পরিবার, লক্ষীপাশা ইউনিয়নে ২ হাজার ১’শ ২০টি পরিবার, জয়পুর ইউনিয়নে ৩ হাজার ৮’শ ৭০টি পরিবার, লোহাগড়া ইউনিয়নে ১ হাজার ৪’শ টি পরিবার, দিঘলিয়া ইউনিয়নে ৪ হাজার ৪’শ টি পরিবার, মল্লিকপুর ইউনিয়নে ২ হাজার ৮’শ টি পরিবার, কোটাকোল ইউনিয়নে ২ হাজার ৪’শ ২০টি পরিবার, ইতনা ইউনিয়নে ৪ হাজার ৭’শ টি পরিবার ও কাশিপুর ইউনিয়নে ২ হাজার ৭’শ ৬০টি পরিবারকে ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ করা হবে।
সরকারের এই উদ্যোগকে মানুষ যেমন স্বাগত জানিয়েছে তেমনি সুষ্ঠু বিতরণ কার্যক্রম নিয়ে সংশয় প্রকাশ করেছেন। স্থানীয়দের দাবি সঠিকভাবে তদারকি না করলে সরকারের এই মহতি উদ্যোগ ভেস্তে যেতে পারে।
লোহাগড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মাদ রুবেল জানান, ইতোমধ্যে পৌর মেয়র সহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দুস্থদের তালিকা তৈরির নির্দেশনা দেয়া হয়েছে। তালিকা হাতে পেলেই ভিজিএফ এর অর্থ বিতরণ কার্যক্রম করা হবে।
লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন জানান, সরকারের ভিজিএফ কার্যক্রম সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন করার জন্য প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ করত: প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। কোন অনিয়মের খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ঈদে ৪৩ হাজার পরিবার পাবে ভিজিএফ নগদ অর্থ সহায়তা"

Leave a comment

Your email address will not be published.


*