নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় অবৈধভাবে গাছ কাটার প্রতিবাদ করায় দিঘলিয়া ইউপি সদস্য ও দিঘলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পর্ষদের সহ-সভাপতি প্রভাত কুমার ঘোষ (৫০) কে বেধড়ক মারপিট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ইউপি সদস্য বাদী হয়ে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, গত রবিবার উপজেলার চর মাউলী গ্রামের রতন সরদারের ছেলে রিপন সরদার অবৈধ ভাবে লুটিয়া ঘোষ পাড়ার সরজিৎ ঘোষের চারটি মেহগুনি গাছ কেটে নিয়ে যায়। কর্তনকৃত গাছের আনুমানিক মুল্য ৪৫ হাজার টাকা। এ সময় ওই এলাকার ইউপি সদস্য প্রভাত কুমার ঘোষ গাছ কাটার বিষয়ে রিপনের কাছে জানতে চান। এ ঘটনার জের ধরে সোমবার সকাল ৮ টার দিকে প্রভাত লুটিয়া বটতলা বাজারের শাফি খার চায়ের দোকানে এলাকার লোকজনদের বসে চা পান করছিল। এ সময় রিপন সরদারের নেতৃত্বে ৪/৫ যুবক অকসাৎ প্রভাতকে কিল, ঘুষি, চড়, থাপ্পড় মেরে আহত করে। পরে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসী দল বীরদর্পে এলাকা ত্যাগ করে। উল্লেখ্য, রিপন সরদার দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহিদ সরদারের ভাতিজা। তার নামে লোহাগড়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগড়ায় গাছ কাটায় বাধা দেওয়ায় ইউপি সদস্যকে বেধড়ক মারপিট

Be the first to comment on "লোহাগড়ায় গাছ কাটায় বাধা দেওয়ায় ইউপি সদস্যকে বেধড়ক মারপিট"