নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া থানা পুলিশ এক রাউন্ড শর্ট গানের গুলিসহ দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাসের নেতৃত্বে এসআই আতিকুজ্জামান সহ একদল পুলিশ তল্লাশী অভিযান চালিয়ে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা গ্রামের তিতু মন্ডলের বসত ঘরের পেছনে ময়লা-আবর্জনা স্তুপের নিচ থেকে একটি জিন্স কাপড়ের ব্যাগে মোড়ানো এক রাউন্ড শর্ট গানের গুলিসহ দেশীয় তৈরী একটি আগ্নেয়াস্ত্র (বেটাগান) উদ্ধার করে। তবে বাড়ির মালিক তিতু মন্ডল এ সময় বাড়িতে উপস্থিত ছিলেন না। এ ঘটনায় লোহাগড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত)আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
Be the first to comment on "লোহাগড়ায় গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার"