রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ॥ ‘মহামারী করোনা’ দেশব্যাপী বাড়ছে আক্রান্তের হার। এই সংকটময় পরিস্থিতিতে করোনা মোকাবেলায় আর্তমানবতার সেবায় অনেকেই হাত বাড়িয়েছেন। অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দেওয়া, খাদ্য সহযোগিতা, করোনা আক্রান্ত মূমুর্ষ রোগীকে রক্তদান, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে স্বেচ্ছাসেবকের দায়ীত্ব পালনসহ নানাবিধ সেবায় বাংলাদেশ ছাত্রলীগের নড়াইল ও লোহাগড়া উপজেলা শাখার নেতা-কর্মীরা নিরোলস ভাবে কাজ করে চলেছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা বর্তমান পরিস্থিতিতে জেলা ও উপজেলায় করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে-বাড়িতে পৌছে দিচ্ছেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর পাশাপাশি নানা ধরনের মৌসুমি ফল ও পুষ্টিকর খাবার। করোনা আক্রান্ত লোহাগড়া সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসাইনের বাড়িতে বুধবার (১৫ জুলাই) সকালে বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও পুষ্টিকর খাবার নিয়ে হাজির হন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, সাবেক সহ-সভাপতি সজিব বিশ্বাস, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন, নড়াইল ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার, লোহাগড়া পৌর ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি সোহেল, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অনিক প্রমুখ। লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন, জানান মহামারী করোনা মোকাবেলায় তাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।
Be the first to comment on "লোহাগড়ায় ছাত্রলীগের উদ্যোগে করোনা রোগীর মাঝে মৌসুমীফলসহ পুষ্টিকর খাবার বিতরন"