নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলাকে ক্লিন ও গ্রীন করে গড়ে তোলার লক্ষ্যে উপজেলায় দুই ঘন্টায় দু’লক্ষাধিক ফলজ, বনজ, ঔষধী ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপন করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কার্যালয় চত্তরে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মল্লিকপুর ইউপি চেয়ারম্যান শিকদার গোলাম মোস্তফা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের সব সড়ক, বাঁধ, বেড়িবাঁধ,নদীর তীর, শিক্ষা প্রতিষ্ঠান,অফিস ও বসতবাড়িতে সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২ টার মধ্যে ২ লক্ষ ১০ হাজার ফলজ, বনজ, ঔষধী ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপন করা হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচীতে উপজেলার সকল শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
লোহাগড়ায় দু’ঘন্টায় দু’লক্ষাধিক গাছের চারা রোপন

Be the first to comment on "লোহাগড়ায় দু’ঘন্টায় দু’লক্ষাধিক গাছের চারা রোপন"