নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় বৃহস্পতিবার (৩১ মে) ২জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে এসআই মিল্টন কুমার দেবদাস,উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে কুমড়ি গ্রামের ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মৃত সোয়েব মোল্যার ছেলে আজিজুল মোল্যা (৩৬) কে গ্রেফতার করেন। পৃথক অভিযানে এএসআই উজ্জল কুমার মন্ডলের নেতৃত্বে সংগীয় এএসআই আলমগীর হোসেন, উপজেলার কোটাকোল ইউনিয়নের চর-কোটাকোল গ্রামের দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী, খন্দকার আতিয়ুর রহমানের ছেলে, ইমরুস সোহেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এলাকায় আত্মগোপনে ছিলো। গোপন সংবাদ পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করেন। ধৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
লোহাগড়ায় দু’জন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Be the first to comment on "লোহাগড়ায় দু’জন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার"