নিউজ ডেস্ক ॥ ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র’র সভাপতিত্বে মঙ্গলবার (৫জুন) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী এক মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে নড়াইলের জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী বলেন,‘নিজের কল্যাণের জন্যই দুর্নীতিমুক্ত থাকতে হবে, নিজের মঙ্গলের জন্যই ভালো থাকতে হবে। দুর্নীতিবাজ কখনো সুখী হতে পারে না। দুর্নীতির কারণে সাধারণ মানুষ তার ন্যায্য সেবা ও অধিকার থেকে বঞ্চিত হয়। আমরা বিশ্বাস করি, এ দেশ একদিন শতভাগ দুর্নীতিমুক্ত হবে। বিশেষ অতিথির বক্তব্যে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) বলেন, ‘মাদকের বিরুদ্ধে যেমন অভিযান চলছে। দুর্নীতির ব্যাপারেও পুলিশবাহিনী সতর্ক রয়েছে। পুলিশ সদস্যদেরকে যেমন দেখভালো করা হয়, তেমনি কোনো দুর্নীতির খবর পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হয়। দুর্নীতি মুক্ত রেখে আমরা সবাই মিলে আমাদের এই প্রিয় দেশটিকে গড়তে চাই।
দুর্নীতি দমন কমিশন (দুদক)র সহযোগীতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রভাষক মারুফ সামদানীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদকের যশোর অঞ্চলের উপ-পরিচালক আব্দুল গাফফার, সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ নজরুল ইসলাম, সহ-সভাপতি শেখ কবির হোসেন, সদস্য আবু আব্দুল্লাহ, সাবেক সভাপতি অরবিন্দ আচার্য প্রমুখ।
লোহাগড়ায় দুর্নীতিবিরোধী মতবিনিময় ‘নিজের কল্যাণের জন্য দুর্নীতিমুক্ত থাকতে হবে’ “জেলা প্রশাসক”

Be the first to comment on "লোহাগড়ায় দুর্নীতিবিরোধী মতবিনিময় ‘নিজের কল্যাণের জন্য দুর্নীতিমুক্ত থাকতে হবে’ “জেলা প্রশাসক”"