শিরোনাম

লোহাগড়ায় দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় দুর্নীতিবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক॥ দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো বাঁচবে দেশÑএই প্রতিপাদ্য সামনে নিয়ে নড়াইলের লোহাগড়ায় দুর্নীতিবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহায়তায় লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে।
বুধবার (২৯মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে কালনা-যশোর সড়কে মানববন্ধন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শিক্ষক অরবিন্দ আচার্য (অবঃ) অন্যদের মধ্যে বক্তব্য দেন দুদকের সহকারী পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ ফয়জুল আমীর লিটু, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, উপজেলা আ’লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, শিক্ষক মোঃ নজরুল ইসলাম (অবঃ) পৌর আ’লীগের সভাপতি ও লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমীন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, লোহাগড়া ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক খান আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান, জেলা পরিষদ সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দাউদ হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কাজী মোস্তাইন বিল্লাহ, সোনালী ব্যাংক লোহাগড়া শাখার ব্যবস্থাপক মোঃ আবু সেলিম,সরকারী লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, শিক্ষক শেখ কবির হোসেন, শিক্ষার্থী কাজী আরিফুর রহমান ও রাবেয়া বসরি প্রমুখ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত"

Leave a comment

Your email address will not be published.


*