নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ার উপজেলার জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামে একটি ইটভাটা এলাকায় গুলতি দিয়ে পাখি শিকার করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন স্কুল শিক্ষার্থী মারা গেছে। নিহত বিল্লাল হোসেন মোল্যা (১৪) উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসী গ্রামের জলিল মোল্যার ছেলে।
জানা গেছে, শালনগর মডার্ণ একাডেমীর ৮ম শ্রেনীর শিক্ষার্থী বিল্লাল হোসেন মামা বাড়ি ধানাইড় গ্রামে বেড়াতে আসে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে গুলতি দিয়ে পাখি শিকার করতে বের হয়। এ সময় স্থানীয় একটি ইটভাটার পাশে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগড়ায় পাখি শিকার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষার্থীর

Be the first to comment on "লোহাগড়ায় পাখি শিকার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষার্থীর"