নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় বৃহস্পতিবার (১৮জানুয়ারী) দু’টি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, আগুনে এক হাজার মণ পাট পুড়েছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
এলাকাবাসি ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী বাজারে দু’টি টিন সেট গুদাম ভাড়া নিয়ে দেবী গ্রামের শেখ মুসা মিয়া কাকু ও ফারুক শেখ এবং পলাশ মীনা ও মিরাজ মীনা, পাশাপাশি পৃথক দু’টি গুদামে ব্যাবসা করতেন। ওই গুদাম দুটিতে প্রায় এক হাজার মণ পাট ছিল। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ পাটের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পুড়তে থাকে গুদামে থাকা পাট। এ সময় দুটি গুদাম ঘরও পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর আগেই এলাকাবাসি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশন লিডার মহিউদ্দিন জানান, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে পাটের গুদামে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।
লোহাগড়ায় পাটের গুদামে ভয়াবহ আগুন

Be the first to comment on "লোহাগড়ায় পাটের গুদামে ভয়াবহ আগুন"