ছদরউদ্দিন শামীম,বিশেষ (লোহাগড়া ) প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পি-এফ-গ্রাচ্যুইটির শতভাগ সরকারী রাজস্ব তহবিল হতে প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবীতে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০ থেকে ১১ টা পর্যন্ত ১ ঘন্টা কর্ম বিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে । কর্ম বিরতি শেষে পৌর কার্যালয়ের সামনে ৩০ মিনিট স্থায়ী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ শফিউল ইসলাম, সচিব ওবায়দুল্লাহ, কার্য সহকারী কবির হোসেন প্রমুখ।
Be the first to comment on "লোহাগড়ায় পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের কর্ম বিরতি ও মানবন্ধন"