নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের উত্তর মোচড়া গ্রামে পরকিয়ায় অনৈতিক কাজে লিপ্ত থাকায় প্রেমিক যুগলকে হাতে নাতে ধরে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের উত্তর মোচড়া গ্রামের স্ত্রী ও দু’সন্তানের জননী মহিলা বেগম (৩৭)’র সাথে প্রতিবেশি সোহরাব ফকিরের বিবাহিত লম্পট ছেলে সবুজ ফকির (২৩) মধ্যে দীর্ঘদিন ধরে পরকিয়ার সর্ম্পক চলে আসছিলো। (২৪ মার্চ) শক্রবার রাত ৩টার দিকে সবুজ ফকির মহিলা বেগম’র ঘরে ডুকে অনৈতিক কাজে লিপ্ত হয়। এ সময় এলাকাবাসী টের পেয়ে ওই ঘরের বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে বাড়িতে উৎসুক জনতা ভিড় জমায়। পরে সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়া থানার একদল বেরশিক পুলিশ তাদের উদ্ধার করেন। সম্প্রতি লম্পট সবুজ ফকির ওই প্রেমিকার জন্য বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়।
লোহাগড়ায় প্রেমিক যুগল শ্রীঘরে

Be the first to comment on "লোহাগড়ায় প্রেমিক যুগল শ্রীঘরে"