নিউজ ডেস্ক ॥ বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগননা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার-শনিবার দুদিন ব্যাপি নানা কর্মসূচি গ্রহন করা হয়। উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বিকাল ৩ টায় আয়োজিত ক্ষণগননা কর্মসূচির অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আ’লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, আ’লীগ নেতা ওহিদুজ্জামান বাচ্চু, ও আব্দুল হাই সরদার প্রমুখ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতে ঢাকার জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে ক্ষণগননা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার করা হয়। এরপর অতিথিবৃন্দ লোহাগড়া উপজেলায় স্থাপিত ক্ষণগননার ডিজিটাল মেশিনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, এনজিও নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। শনিবারের কর্মসূচির মধ্যে রয়েছে সকালে উপজেলা পরিষদ হতে আনন্দ শোভাযাত্রা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শন, শিশু কিশোরদের অংশ গ্রহনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগীতা, বিকালে সাংস্কৃতি অনুষ্ঠান ও তথ্যচিত্র প্রদর্শন, সন্ধ্যায় ঢাকায় আয়োজিত অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে এলইডির পর্দায় সরাসরি সম্প্রচার ও বর্ণিল আতশবাজি প্রদর্শন। শুরু হওয়া মুজিব বর্ষের ক্ষনগননা কার্যক্রম আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধরু জন্মশতবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে শেষ হবে।
লোহাগড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ক্ষণগননা কর্মসূচির উদ্বোধন
![](https://www.newsalline24.com/wp-content/uploads/2020/01/alline24-pic-10-01-20.jpg)
Be the first to comment on "লোহাগড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ক্ষণগননা কর্মসূচির উদ্বোধন"