শিরোনাম

লোহাগড়ায় বাড়ীভাঙ্গা খালের অবৈধ বাঁধ উচ্ছেদ

লোহাগড়ায় বাড়ীভাঙ্গা খালের অবৈধ বাঁধ উচ্ছেদ

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বাড়িভাঙ্গা খালের অবৈধ মাছ ধরার বাঁধ লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরা পারভীন বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে কয়েকটি আড়াআড়ি বাঁধ ও ভেশাল জাল উচ্ছেদ করেন। এসময় মাছ ধরার বিভিন্ন উপকরণ ভেঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগেছে, উপজেলার সর্ববৃহত বিল ইছামতির সাথে নবগঙ্গা নদীর সংযোগ স্থাপন করেছে তিন কিলোমিটার দীর্ঘ বাড়িভাঙ্গা খাল। দেশীয় প্রজাতির মাছের উৎস্য হিসেবে খ্যাত খালটি স্থানীয় কতিপয় স্বার্থান্বেষী মানুষ আড়াআড়ি বাঁধ দিয়ে এবং বিভিন্ন কৌশলে ডিমওয়ালা মাছ, ছোট আকৃতির মাছ নিধন করে আসছে। যার কারনে দেশীয় প্রজাতির পুটি, স্বরপুটি, শোল, টাকি, কৈ, শিং, পাবদা, ফলই, গুইতে, বাইন, টেংরা, কাকলে সহ বিভিন্ন প্রজাতির মাছ হারিয়ে যেতে বসেছে।
এলাকার শতাধিক মৎস্যজীবি বাড়িভাঙ্গা খালটি সারা বছর উন্মুক্ত রাখার দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা আওয়ামীলীগের সভাপতি বরাবর আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নের্তত্বে বাঁধগুলি অপসারণ করা হয়।
কলাগাছি গ্রামের মৎস্যজীবি নিখিল বিশ্বাস, চিত্ত শিকদারসহ বেশ কয়েকজন মৎস্যজীবি জানান, বাড়িভাঙ্গা খালটি সারা বছর জুড়ে উন্মুক্ত থাকলে ডিমওয়ালা মাছ বিলে গিয়ে ডিম ছাড়তে পারবে। আশ্বিন কার্ত্তিক মাস জুড়ে খালটি উন্মুক্ত থাকলে মাছগুলি নদীতে নেমে আসতে পারবে বলে মনে করছেন মৎস্যজীবিরা।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় বাড়ীভাঙ্গা খালের অবৈধ বাঁধ উচ্ছেদ"

Leave a comment

Your email address will not be published.


*