শিরোনাম

লোহাগড়ায় ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি

লোহাগড়ায় ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি

হাবিব, স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সরকারি বিপনন সংস্থা ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) গত ২৬ জুলাই থেকে ভোক্তা সাধারণের নিকট ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, মশুর ডাল ও চিনি বিক্রি কার্যক্রম শুরু করে। মাসব্যাপী নিত্য প্রয়োজনীয় এই পণ্যের বিক্রয় কার্যক্রম চলে আসছে। বৃহস্পতিবার (২৬ আগষ্ট ) এ পণ্য বিক্রির শেষ দিন। টিসিবি সুত্রে জানা গেছে, কঠোর লকডাউন পরিস্থিতিতে নিন্ম আয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়া এবারের বিক্রয় কার্যক্রমের মূল উদ্দেশ্য। নড়াইলের লোহাগড়া উপজেলার টিসিবি ডিলার মেসার্স ঘোষ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী পরিমল ঘোষ। চিনি ৫’শ কেজি, মসুর ডাল ৪’শ কেজি ও সয়াবিন তেল ৮’শ লিটার । বৃহস্পতিবার ২৬ আগষ্ট একদিনের জন্য এসব পন্য বিক্রি কার্যক্রমে প্রতি পরিবার ২কেজি চিনি, ৪ লিটার তেল ও ২কেজি ডাল ক্রয় করতে পারবেন। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা ও চিনি কেজি প্রতি ৫৫ টাকা দরে এসব পণ্য বিক্রি করছেন। এ সময় উপস্থিত ছিলেল লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, লোহাগড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ইউনুছ, শালনগর ইউনিয়ন পরিষদ সদস্য মো: সাজ্জাদুল ইসলাম, প্রমুখ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি"

Leave a comment

Your email address will not be published.


*