শিরোনাম

লোহাগড়ায় ভুমি সেবা সপ্তাহ পালিত

লোহাগড়ায় ভুমি সেবা সপ্তাহ পালিত

নিউজ ডেস্ক॥ “রাখব নিষ্কন্টক জমি বাড়ি, করব সবাই ই-নামজারি” এই প্রতিপাদ্য নিয়ে ভূমি ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি এবং গতিশীলতা আনয়নের লক্ষ্যে বুধবার (১০ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ের আয়োজনে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদক দলসহ একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ উপলক্ষ্যে আলোচনাসভা, সেমিনার, প্রশিক্ষণ, ভূমি বিষয়ক পরামর্শ সেবা, গণ শুনানী, তাৎক্ষনিক সেবাসহ সপ্তাহব্যাপি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০১৯ পালিত হচ্ছে।
র‌্যালি শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্ভেয়ার জহিরুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শেখ আব্দুল মোতালেব, পংকজ কুমার দাস, শেখ আফিল উদ্দিন, আব্দুস সালাম, মো: ইউনুস শেখ, গোলাম মো: হায়দার আলী, রিক্তা রানী বিশ্বাস, চেইনম্যান ফারুক হোসেন, অফিস সহকারী সৈয়দ ওমর আলী ও নুরুল হক,প্রমুখ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ভুমি সেবা সপ্তাহ পালিত"

Leave a comment

Your email address will not be published.


*