নিউজ ডেস্ক॥ ‘ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, দেশের উন্নয়নে এগিয়ে আসুন’- এ শ্লোগানে লোহাগড়া ভূমি সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি’র) উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে ভূমি অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন,সহকারী কমিশনার (ভূমি অতিরিক্ত দায়ীত্ব) সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- ভুমি সহকারি ইউনুছ শেখ, আব্দুল মোতালেব শেখ ও প্রধান সহকারি মোঃ ইলিয়াস হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নাজির শহিদুল ইসলাম, ভুমি সহকারি প;জ কুমার দাশ, মোস্তাফিজুর রহমান,আব্দুস ছালাম, সনজিৎ কুমার দাশ, মাহমুদ মোল্যা, হাবিবুর রহমান, সার্ভেয়ার গোলাম মওলা সহ লক্ষীপাশা ভূমি রেজিষ্ট্রেশন এবং সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা ও সহকারিসহ অফিস সহায়কবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন,সহকারী কমিশনার (ভূমি অতিরিক্ত দায়ীত্ব) বলেন, বিভিন্ন সূত্রে জমির মালিকানা পরিবর্তনের ফলে নামজারি ও জমা খারিজের মাধ্যমে রেকর্ড হালকরণ হয়ে থাকে। এসব কার্যক্রম যেন সঠিকভাবে, নির্ধারিত সময়ে দক্ষতার সঙ্গে করা যায় সে বিষয়ে জনগণকে এগিয়ে আসতে হবে। এবং ভূমির মালিকানা সঠিক রাখার স্বার্থে ভূমির মালিকগণকে নিয়মিত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করতে হবে। জনগণ যাতে ভূমি উন্নয়ন কর সহজেই দিতে পারেন সে জন্য ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গ্রাম পর্যায়ে ক্যাম্প স্থাপন করে ভূমি উন্নয়ন কর আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Be the first to comment on "লোহাগড়ায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি"