নিউজ ডেস্ক ॥ এলাকাবাসীর উদ্যোগে লক্ষীপাশা মহিলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরফদার কামরুল ইসলামের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় লোহাগড়া পৌর আওয়ামীলীগ কার্যালয়ে কলেজের আজীবন দাতা সদস্য সৈয়দ মফিজুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী ইবনে হাসান, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, প্রভাষক শেখ নজরুল ইসলাম, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান, প্রধান শিক্ষক নজরুল ইসলাম (অব:), লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন, সাবেক চেয়ারম্যান জহির ফকির, ইউপি সদস্য জিরু কাজী, সমাজসেবক বাবন শেখ, বাচ্চু শেখ, শম লুৎফর রহমান,বিএম লিয়াকত হোসেন, ইউসুফ আলী, মিরাজ শেখ, ব্যাংকার মনিরুজ্জামান,ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এমএম রাশেদ হাসান,প্রমুখ। অধ্যক্ষ কর্তৃক নির্যাতিত ও হয়রানির শিকার প্রভাষক শরিফুল ইসলাম, পিয়ন শিকদার শফিউল হাসান স্বপন ও হিসাব রক্ষক শ্যামল ঘোষ তাদের বক্তব্য সভায় তুলে ধরেন। মতবিনিময় সভায় শিক্ষার্থীর অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় দু’শতাধিক লোক উপস্থিত ছিলেন। বক্তারা দুর্নীতিবাজ কলেজ অধ্যক্ষ তরফদার কামরুল ইসলামের সকল দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানান, এবং তার অপসারন দাবী করেন।
উল্লেখ্য, অধ্যক্ষ তরফদার কামরুল ইসলাম ২০০৬ সালে কলেজে যোগদান করে নিয়োগ ও ভর্তি বাণিজ্য, ভুয়া বিল-ভাউচার, গাছ বিক্রিসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় গড়ে তুলেছেন আলিশান বাড়িসহ অঢ়েল সম্পত্তি। এলাকাবাসী অধ্যক্ষের এ সব দুর্নীতির প্রতিবাদে পোষ্টার ও লিফলেট বিতরন, সভা, সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করছেন। অধ্যক্ষের দুর্নীতির সাথে জড়িত ক্ষমতাসীন দলের প্রভাবশালী দুই নেতা বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য হয়েছেন। তারা নিজেদের অপকর্ম আড়াল করতে বিভিন্ন ষড়যন্ত্র এবং তদন্ত বোর্ড গঠন প্রক্রিয়া বিলম্বিত ও প্রশাসনকে প্রভাবিত করছে বলে বক্তারা অভিযোগ করেন।
Be the first to comment on "লক্ষীপাশা মহিলা কলেজ, অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মতবিনিময় সভা"