শিরোনাম

লোহাগড়ায় মাদক ও দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করালেন পুলিশ সুপার

লোহাগড়ায় মাদক ও দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করালেন পুলিশ সুপার

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় মাদক ও দুর্নীতির বিরুদ্ধে শপথ নিলেন শিক্ষার্থীরা। বুধবার (৯মে) দুপুরে উপজেলার মাকড়াইল কে কে এস ইনস্টিটিউশনে মাদক ও দুর্নীতি বিরোধী সমাবেশে তারা এ শপথ গ্রহন করে। সমাবেশে ওই বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন শিক্ষার্থীদের দূর্নীতি বিরোধি শপথ বাক্য পাঠ করান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, উপজেলা আ’লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ নজরুল ইসলাম, সহ সভাপতি শেখ কবির হোসেন, সাংবাদিক রেজাউল করিম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য খান ফকরুজ্জামন, সহকারী প্রধান শিক্ষক ইশরাত জাহান, শিক্ষক ইকরাম হোসেন, শিক্ষার্থী ফারজানা খানম ও শারমিন, অভিভাবক কাজী মোশাররফ হোসেন, প্রমুখ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় মাদক ও দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করালেন পুলিশ সুপার"

Leave a comment

Your email address will not be published.


*