নিউজ ডেস্ক ॥ ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এ শ্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় পৌর এলাকার ৮নং ওয়ার্ডের সিংগা-মশাঘুনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শেখ ওসমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অফিসার্স কল্যাণ সমিতির যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান, মার্কেন্টাইল ব্যাংক খুলনা শাখার ব্যবস্থাপক এটিএম সালাহউদ্দীন । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ শেখ মুজিবর রহমান, লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আমানুল্লাহ আল বারী, লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র শেখ বুলবুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইফফাত আরা প্রমুখ। পরে খুলনা থেকে আগত ব্যান্ড শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।
Be the first to comment on "লোহাগড়ায় মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত"