নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় বুধবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার শরুশুনা মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ডেকে অপহরনের পর ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
মামলা ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর রাত ৮টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারী গ্রাম ও স্থানীয় শরুশুনা মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী মেয়ে খানমকে তার বাড়ির পার্শ্ব হতে মাধবহাটি গ্রামের ফুল মিয়ার বখাটে ছেলে বাবুল মোল্যা (২০) ও তার বন্ধু বিয়ের প্রলোভন দিয়ে অপহরন করে পার্শ্ববর্তী মেহগনি বাগানে নিয়ে আসামী বাবুল জোর পূর্বক ধর্ষন করে তাকে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে শুক্রবার সকালে ডাক্তারী পরিক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় ওই ছাত্রীর নানী বাদী হয়ে বাবুল মোল্যাকে আসামী করে ২৮সেপ্টেম্বর রাতে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৩৬/১৭
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরন নয়,তাদের মধ্যে দির্ঘদিন ধরে প্রেমজ সম্পর্ক চলে আসছিলো। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Be the first to comment on "লোহাগড়ায় মাদ্রাসা ছাত্রী ধর্ষিত"