শিরোনাম

লোহাগড়ায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আজাদ আটক

লোহাগড়ায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আজাদ আটক

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া পৌর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শামছুল হক আজাদকে বুধবার (১২সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে আটক করেছে পুলিশ।
সরজমিন জানা গেছে, লোহাগড়া পৌর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের মেয়াদ উর্ত্তীণ কমিটির সভাপতি ও সেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী শামছুল হক আজাদ, তার এক বন্ধুকে নিয়ে বাড়ির অদুরে অবস্থিত স্বপ্ন বীথি বিনোদন কেন্দ্রের জলডঙ্গি নামে পরিচিত শামীম স্টোরে বুধবার বিকাল ৫টার দিকে বসে গল্প ও কমল পানীয়জল খাওয়ার উদ্দেশ্যে বসেছিলেন। এমন সময় লোহাগড়া থানার উপ-পরিদর্শক কেএম জাফর আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে আজাদসহ উপস্থিত তিনজনকে আটক করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম, আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকজন বিএনপি নেতা উক্ত পার্কে বসে নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে আজাদকে গ্রেফতার করেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আজাদ আটক"

Leave a comment

Your email address will not be published.


*