নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা পূর্বপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার ২৮ অক্টোবর সন্ধা ৭টার দিকে এক যুবককে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করেছে তার চাচাতো ভাইসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা। এলাকাবাসি আহত যুবককে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় তার পিতা বাদী হয়ে রোববার রাতে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, উপজেলার ইতনা পূর্বপাড়ার অবসর প্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল আজিজ শেখ এর সহদর দেলোয়ার শেখ’র সহিত দির্ঘদিন ধরে পৈতৃক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। বংশানুক্রমে তারই জের ধরে দেলোয়ার শেখ’র ছেলে রেজোয়ান শেখ সহ তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা গত ২৮ অক্টোবর সন্ধা ৭টার দিকে আজিজ শেখ’র ছেলে রাজিব শেখকে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করে । স্থানীয় লোকজন রাজিবকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় তার পিতা আব্দুল আজিজ শেখ বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ ও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে লোহাগড়া থানায় একটি অভিযোগ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগ করে বলেন, রেজোয়ান মূলত ঢাকায় চুক্তি ভিত্তিক সন্ত্রাসী কর্মকান্ড করে থাকেন। ঢাকার আশুলিয়া থানায় নারী নির্যাতনসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Be the first to comment on "লোহাগড়ায় যুবককে মারপিট ॥ থানায় অভিযোগ দায়ের"