নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির প্রাঙ্গনে লক্ষ প্রদীপ প্রজ্বলন কর্মসূচীর উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান। শ্রী শ্রী শ্যামা পূজা ও দ্বীপাবলী উৎসব উদ্যাপন পর্ষদের আহবায়ক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অজয় কান্তি মজুমদার,পশুপতি বিশ্বাস, প্রভাষক কার্তিক অধিকারী, শংকর অধিকারী, শান্তি স্বর্ণকার, তাপস বিশ্বাস, জগদিশ বিশ্বাস, কাউন্সিলর শাহাজাহান সিরাজ বিদ্যুৎ ও সাংবাদিক রূপক মুখার্জি প্রমুখ। পরে প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে লক্ষ প্রদীপ প্রজ্বলন কর্মসুচির উদ্বোধন করেন। এ কর্মসূচীকে ঘিরে এলাকার সনাতন ধর্মালম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
Be the first to comment on "লোহাগড়ায় লক্ষ প্রদীপে আলোকিত সিদ্ধেশ্বরী মন্দির"