শিরোনাম

লোহাগড়ায় শিক্ষা সচিবের মতবিনিময় সভা” ২০২১ সালের মধ্যে প্রতিটি স্কুল-মাদ্রাসায় কারিগরি ট্রেড

লোহাগড়ায় শিক্ষা সচিবের মতবিনিময় সভা” ২০২১ সালের মধ্যে প্রতিটি স্কুল-মাদ্রাসায় কারিগরি ট্রেড

নিউজ ডেস্ক॥ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ বলেছেন, ‘২০২১ সালে দেশের প্রতিটি স্কুল ও মাদ্রাসায় কারিগরি ট্রেড চালু হবে। দুটি ট্রেড বাধ্যতামূলকভাবে শিক্ষার্থীদের পড়তে হবে। প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ তৈরি হচ্ছে। ৬৪ জেলায় ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। প্রতিটি জেলায় আরো ১টি করে হবে। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন।’
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় নড়াইলের লোহাগড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনজুমান আরা। পরিচালনায় ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা) মাসুক মিয়া, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শফিউদ্দিন আহমদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মনজুরুল কাদের, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো: মোরাদ হোসেন মোল্লা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী  অফিসার মুকুল কুমার মৈত্র ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভুইয়া, লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর হোসেন ও কারিগরি বিভাগের শিক্ষক আব্দুস সালাম।
এ ছাড়া বক্তব্য দেন জয়পুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ বদরুল আলম, লাহুড়িয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ ফজলুল করিম, চাচই-ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির ওহিদুজ্জামান, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাছ হোসেন মোল্লা, লক্ষ্মীপাশা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, ছাত্রহাজারি এলএস জেএন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাজহারুল হক প্রমুখ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় শিক্ষা সচিবের মতবিনিময় সভা” ২০২১ সালের মধ্যে প্রতিটি স্কুল-মাদ্রাসায় কারিগরি ট্রেড"

Leave a comment

Your email address will not be published.


*