নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের বারপাড়া গ্রামের গ্রাম্য পুলিশ শেখ আমজাদ হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৪৫) মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত তিনটার দিকে বিষধর সাপে গৃহবধুকে ধ্বংশন করে। তার স্বামী শেখ আমজাদ হোসেন বলেন, ‘ওই রাতে পার্শ্ববর্তী ওঝা ওহাব সরদার ও তুলারাশি মোহাম্মদকে ডেকে আনি। সে পনেরশ টাকার বিনিময়ে বিষ নামিয়ে দেওয়ার কথা বলে। তখন আমি তাকে টাকা দেওয়ায় ঝাড় ফুক শুরু করে। কিছু সময় পরে সে আমার কাছে আরো এক হাজার টাকা দাবী করে। আমি দিতে ব্যর্থ হলে সে রোগীর গাঁ থেকে বাঁধ খুলে দিয়ে চলে যায়। এ সময় রুগীর অবস্থা অবনতি হওয়ায় আমি তাকে লোহাগড়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক নড়াইল সদর হাসপাতালে পাঠালে যাওয়ার সময় রোগির মৃত্যু হয়।
লোহাগড়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

Be the first to comment on "লোহাগড়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু"