নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের ফরু মোল্যার মেয়ে আছিয়া (৮) কে গত শনিবার রাতে সাপে দংশন করেছে।পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার শামুকখোলা গ্রামের ফরু মোল্যার মেয়ে আছিয়া খানম প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে দংশন করলে তার চিৎকারে পরিবারসহ আশপাশের লোকজন ছুটে আসে। শিশুটিকে উদ্ধার করে ঝাড়-ফুক দেয় স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে রোববার ভোরে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য গত শনিবার দুপুর ২টার দিকে ওই গ্রামের সৈয়দ মিজানুর রহমানের ঘর থেকে একটি মা সাপ সহ ৫০টি সাপের বাচ্চা মারা হলেও পুরুষ সাপটি পালিয়ে প্রাণ বাচায়। এলাকাবাসীর ধারনা বেচে যাওয়া সাপটি পাশের বাড়ির আছিয়া খানমকে দংশন করেছে। আছিয়া আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। তার মৃত্যুর পর পরিবারসহ পুরো এলাকায় শোকাবহ ও সাপ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
Be the first to comment on "লোহাগড়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু"