রাশেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার : নড়াইলের লোহাগড়ায় অভিযান চালিয়ে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এলাকার তিনজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন এর নির্দেশনায় রবিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে লোহাগড়া থানার এস আই সৈয়দ আলীর নেতৃত্বে সংগীয় ফোর্স উপজেলার মঙ্গলহাটা গ্রামে অভিযান চালিয়ে মঙ্গলহাঁটা গ্রামের পাকা রাস্তার ওপর থেকে মঙ্গলহাঁটা গ্রামের চিহ্নিত মাদক কারবারি দেলোয়ার হোসেনের ছেলে বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৩৯), হিরু মোল্যার ছেলে সজিব মোল্যা (২১) ও করফা গ্রামের মফিজ সরদারের ছেলে রিপন সরদার (২৬) কে আটক করেন। আটককৃতদের শরীর তল্লাশী করে মোট ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। আটক ধলা বাবুল এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি, তার বিরুদ্ধে লোহাগড়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে পুলিশ নিশ্চিত করে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।
লোহাগড়ায় ৪৫ পিচ ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক

Be the first to comment on "লোহাগড়ায় ৪৫ পিচ ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক"