নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৫ জুয়াড়ীকে আটক করেছেন।
ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই খাইরুল ইসলামের নেতৃত্বে সংগীয় এসআই তাহিদুর রহমান, এএসআই সোহেল রানা, এএসআই আনিস, বৃহস্পতিবার দুপুরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের কবির শেখের বাগানে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে খেলারত অবস্থায় এলাকার ৫জন চিহ্নিত জুয়াড়ীকে খেলার সরঞ্জামাদি ও খেলায় ব্যবহৃত নগদ ৫হাজার ৫০টাকাসহ হাতেনাতে আটক করেন। আটককৃতরা হলেন, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের ডহরপাড়ার মৃত সবুর মোল্যার ছেলে ফিরোজ আহম্মেদ মোল্যা, বিশ্বাস পাড়ার ইশারত বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস, ব্যাপারীপাড়ার মৃত তাজউদ্দিন বিশ্বাসের ছেলে কোবাদ বিশ্বাস, মাগুরা জেলার মোহাম্মাদপুর উপজেলার বনগ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে জাবের হোসেন ও কালিশংকরপুর গ্রামের মৃত গফ্ফার মিয়ার ছেলে চুন্নু মিয়া। ডিবি পুলিশ রাতে ধৃত জুয়াড়িদের লোহাগড়া থানায় সোপর্দ করেছেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে নীতিহীন ব্যাবসা পরিচালনা করার অপরাধে মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
Be the first to comment on "লোহাগড়ায় ৫ জুয়াড়ী আটক"