নিউজ ডেস্ক ॥ মহামারী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সরকারের যুগোপযোগী উদ্যোগ লগডাউন শিথিল পরবর্তি সচেতনতা বৃদ্ধির লক্ষে নড়াইলের লোহাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফরিদ শেখের নেতৃত্বে শনিবার (১৭জুলাই) সকাল ১১ টায় কালনা ফেরিঘাটে একটি দল কালনা ফেরীঘাট ও আশ-পাশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ব্যবসায়ী, পথচারি, বাস, ট্রাক, নৌকা,ভ্যানচালক ও শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করেন। সাথে সচেতন হওয়ার পরামশসহ বিভিন্ন প্রচারনা চালানো হয়। মাস্ক বিতরণ কর্মসূচির উদ্ভোধন করেন লোহাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: নজরুল শিকদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর কাউন্সিলর উজ্জল মোল্যা, লোহাগড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রুহুল আমীন, যুবলীগ নেতা মতিউর রহমান মুন্না, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ শিকদার ও আরমান শেখসহ অনেক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তাদের নিজস্ব অর্থায়নে প্রায় ৭ শতাধিক মানুষের মধ্যে মাস্ক বিতরণ করবেন। এ কর্মসূচি ঈদের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে তারা জানান।
লোহাগড়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে মাক্স বিতরন

Be the first to comment on "লোহাগড়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে মাক্স বিতরন"